কলকাতায় যত দিন যাচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের ওপর হেনস্তার শিকার দিনে-রাতে বেড়েই চলেছে। আজ সকালে ঠিক তেমনি এক অভিজ্ঞতার শিকার হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জুহি সেনগুপ্ত। এখানেই শেষ নয়, অভিনেত্রীর সঙ্গে তাঁর বাবাকেও হেনস্থা করা হয়।
এই পুরো ঘটনাটির সূত্রপাত ঘটে কসবার বাইপাস লাগোয়া এক পেট্রোল পাম্পকে কেন্দ্র করে। জুহি এবং তাঁর বাবা পেট্রোল ভরার জন্য এক পাম্প কর্মীকে 1500 টাকা দিয়েছিলেন। কিন্তু সেই পেট্রোল কর্মী তাঁর সহকর্মীর সাথে এতটাই গল্পে মত ছিলেন 1500 টাকার জায়গায় 3000 টাকার পেট্রোল ভরে দেন। এরপর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। জুহি এবং তাঁর বাবা পেট্রোল কর্মীদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন। অভিনেত্রী সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের পাশাপাশি 100 ডায়াল করে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই 2 পেট্রোল কর্মীকে ইতিমধ্যে আটক করেছে। এছাড়াও পুলিশ তদন্তে নেমে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।