Wednesday, December 17, 2025

উদ্বিগ্ন গোটা বিশ্ব, যুদ্ধবিমান দিয়ে আমাজনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা

Date:

Share post:

‘পৃথিবীর ফুসফুস’ আমাজনের আগুন নেভাতে সেনাবাহিনী মোতায়েনের পর এবার যুদ্ধবিমানের সাহায্যে জল ঢালা চলছে। আমাজনের রন্ডোনিয়া অংশে এভাবে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। ব্রাজিলের উত্তর–পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য রন্ডোনিয়া।

দাবানলে পুড়ছে আমাজন। এ নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়েছে। প্রতিরক্ষা বিভাগের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, যুদ্ধবিমান থেকে হাজার হাজার লিটার জল ছিটানো হচ্ছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো গতকাল রবিবার অবধি আমাজনের আওতাধীন সাত এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সামরিক অভিযানের অনুমতি দিয়েছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সরকারের পক্ষ থেকে সহায়তার অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফ্রান্সে বৈঠকরত জি–7 দেশগুলোর নেতারা আগুনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আমাজনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার শিকার হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এর আগে অগ্নিকাণ্ডের জন্য বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) দায়ী করেন তিনি। যেসব এনজিওর তহবিল বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আমাজনে আগুন দিচ্ছে বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট। তবে এর সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, আমাজনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ‘প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা’ সরবরাহের জন্য একটি চুক্তির দ্বারপ্রান্তে চলে এসেছে জি-7।

পরিসংখ্যান বলছে, অতীতে কখনও আমাজনে এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) জানিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে আমাজনে রেকর্ডসংখ্যক আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বছরের এই সময়ের তুলনায় এ বছর 85 শতাংশ বেশি আগুন লেগেছে। চলতি বছরের 24 আগস্ট পর্যন্ত আমাজনে অন্তত 80 হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বোলসোনারো এক টুইটে বলেন, আলোচনার পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে উড়োজাহাজ ও দমকল কর্মীদের সহায়তার প্রস্তাব নিয়েছেন।

রন্ডোনিয়ার বাইরে অন্য এলাকাগুলোয় সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেনি। প্রতিরক্ষা বিভাগ শনিবার এক ব্রিফিংয়ে জানায়, ব্রাজিলের উত্তরের আমাজন অঞ্চলে 44 হাজার সেনা মোতায়েন করা হয়েছে। তবে কোথায় এবং কীভাবে তারা কাজ করবে তা জানানো হয়নি।

রন্ডোনিয়ার রাজধানী পুর্ত ভেলহোর আশপাশে সেনা বাহিনী দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিচারমন্ত্রী সার্জিও মোরো সামরিক পুলিশের একটি বাহিনীকে আগুন নিয়ন্ত্রণ করতে সহায়তা করার অনুমতি দিয়েছেন। এ উদ্দেশ্যে 30 জনকে ব্রাসিলিয়া থেকে পুর্ত ভেলহোতে পাঠানো হয়েছে।

পৃথিবীতে মোট অক্সিজেনের প্রায় 20 শতাংশই সরবরাহ করে আমাজন। প্রায় 30 লাখ স্বতন্ত্র প্রজাতির গাছপালা ও প্রাণীর আবাসস্থল এই আমাজন। প্রতিবছর মিলিয়ন মিলিয়ন টন কার্বন ডাই–অক্সাইড শোষণ করে নেয় আমাজনের বিস্তৃত বনাঞ্চল। আমাজনের আগুনের ভয়াবহতার কারণে এই বন রক্ষায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন জানানো হচ্ছে।

spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...