মদ গাঁজা সহ অসমাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এক সাফাই কর্মীকে মারধর করল বেশ কিছু দুষ্কৃতী । ঘটনাটি নদিয়ার চাকদহ 1নং প্লাটফর্মের হনুমান মন্দিরের পিছনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল বিকালে রবিবার চাকদা পৌরসভার এক সাফাই কর্মীকে বেশ কিছু দুষ্কৃতীরা মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এর প্রতিবাদে আজ সোমবার সকাল পাঁচটা থেকে পৌর কর্মীরা চাকদহ পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ ও মিছিল করে।

বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করবে ততক্ষণ এই আন্দোলন চলবে।
