Monday, December 22, 2025

মনমোহন সিংয়ের SPG নিরাপত্তা প্রত্যাহার, নিন্দা দেশজুড়ে

Date:

Share post:

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর SPG নিরাপত্তা তুলে নিলো কেন্দ্র। এই নিরাপত্তা আর পাবেন না তিনি। পরিবর্তে তাঁকে দেওয়া হবে জেড প্লাস নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হলো। মোদি সরকারের এই সিদ্ধান্তে নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, কেন্দ্রীয় তদন্তসংস্থার সতর্কবার্তার ওপরে ভিত্তি করে কারো জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কার ওপর কতখানি হুমকা আছে, তার ওপরে ভিত্তি করেই নিরাপত্তা ঠিক করা হয়। মনমোহন সিংকে CRPF-এর জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে।

এদিকে সূত্রের খবর, নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত নন নিপাট ভদ্রলোক মনমোহন সিং। কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তা তিনি মেনে নেবেন বলে জানিয়ে দিয়েছেন।
দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের জন্য SPG নিরাপত্তার ব্যবস্থা থাকে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বর্তমানে SPG নিরাপত্তা পান। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদেরও ওই নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু মোদি সরকারের নির্দেশে মনমোহন সিংয়ের ক্ষেত্রে তা তুলে নেওয়া হল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে মৃত্যুর দিন পর্যন্ত SPG নিরাপত্তা দিয়ে এসেছে UPA সরকার।
কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে এ রাজ্যের বিজেপি-বিরোধী রাজনৈতিক নেতারাও। তাঁদের বক্তব্য, “মজার এবং দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত। এ রাজ্যে কেন্দ্রীয় শাসক দলের চুনোপুঁটিরাও CRPF নিরাপত্তা পান। অন্য দল থেকে বিজেপিতে যারা যাচ্ছে, তাঁরাও পাচ্ছে CRPF নিরাপত্তা। আর মোদি-শাহের বিচারে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-ও এক গোত্রভুক্ত হয়ে পাবেন CRPF নিরাপত্তা। বিচিত্র সিদ্ধান্ত।”

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...