Friday, January 2, 2026

মনমোহন সিংয়ের SPG নিরাপত্তা প্রত্যাহার, নিন্দা দেশজুড়ে

Date:

Share post:

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর SPG নিরাপত্তা তুলে নিলো কেন্দ্র। এই নিরাপত্তা আর পাবেন না তিনি। পরিবর্তে তাঁকে দেওয়া হবে জেড প্লাস নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হলো। মোদি সরকারের এই সিদ্ধান্তে নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, কেন্দ্রীয় তদন্তসংস্থার সতর্কবার্তার ওপরে ভিত্তি করে কারো জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কার ওপর কতখানি হুমকা আছে, তার ওপরে ভিত্তি করেই নিরাপত্তা ঠিক করা হয়। মনমোহন সিংকে CRPF-এর জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে।

এদিকে সূত্রের খবর, নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত নন নিপাট ভদ্রলোক মনমোহন সিং। কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তা তিনি মেনে নেবেন বলে জানিয়ে দিয়েছেন।
দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের জন্য SPG নিরাপত্তার ব্যবস্থা থাকে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বর্তমানে SPG নিরাপত্তা পান। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদেরও ওই নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু মোদি সরকারের নির্দেশে মনমোহন সিংয়ের ক্ষেত্রে তা তুলে নেওয়া হল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে মৃত্যুর দিন পর্যন্ত SPG নিরাপত্তা দিয়ে এসেছে UPA সরকার।
কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে এ রাজ্যের বিজেপি-বিরোধী রাজনৈতিক নেতারাও। তাঁদের বক্তব্য, “মজার এবং দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত। এ রাজ্যে কেন্দ্রীয় শাসক দলের চুনোপুঁটিরাও CRPF নিরাপত্তা পান। অন্য দল থেকে বিজেপিতে যারা যাচ্ছে, তাঁরাও পাচ্ছে CRPF নিরাপত্তা। আর মোদি-শাহের বিচারে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-ও এক গোত্রভুক্ত হয়ে পাবেন CRPF নিরাপত্তা। বিচিত্র সিদ্ধান্ত।”

spot_img

Related articles

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...