Saturday, January 24, 2026

এবার মুখ্যমন্ত্রীর ‘জলশ্রী’ প্রকল্প

Date:

Share post:

সোমবার বর্ধমান সফরে ফের একবার তৃণমূল স্তরের মানুষের জন্য প্রশাসনের মাথায় থাকা আধিকারিকদের কড়া দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী ।

সোমবার বর্ধমানের প্রশাসনিক বৈঠকের শুরুতেই ‘জলশ্রী’ নামে এক নতুন প্রকল্পের কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি কেরলের হাউস বোটের মতো গঙ্গায় ভেসেছে ‘গঙ্গাশ্রী’ ও ‘জলশ্রী’ নামে দুটি হাউস বোট। কিন্তু সোমবারের ‘জলশ্রী’ প্রকল্প একেবারেই আলাদা। অনাবৃষ্টি থেকে জেলার মানুষকে স্বস্তি দিতে তৈরি এই প্রকল্প। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, ডেঙ্গি দমনে রাজ্যজুড়ে বিশেষ নজর দিতে।

মিড ডে মিল নিয়ে হওয়া জটিলতা প্রসঙ্গেও এদিন নতুন পথের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী। মিড ডে মিল-কে একশো দিনের কাজ যুক্ত করা যায় কিনা তা নিয়ে আলোচনা করার কথা জানান তিনি।

এমনকি, বাংলা আবাস যোজনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 8 লাখ 30 হাজার বাড়ি হবে বাংলা আবাস যোজনায় রাজ্য জুড়ে। কিন্তু এই বাংলা আবাস যোজনায় ইতিমধ্যে জাল হওয়ার অভিযোগ উঠেছে। আর তারই সূত্র ধরে এদিন অভিযোগ ওঠে যাদের দোতলা বাড়ি আছে, এমন পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। এরপরই জেলাশাসক-কে কঠোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বলেন, কোনো ডুপ্লিকেট বাড়ি যেন না হয়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, কিছু লোক ‘দুষ্টুমি’ করেছে। তা যাতে আর না হয় তাও দেখা নির্দেশ এদিন দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-ডি.এস.ওর প্রতিনিধিদল আজ বিকাশ ভবনে

 

spot_img

Related articles

রাজীবের পর পরবর্তী DG কে? নবান্নের তালিকায় ৮ নাম 

রাজ্য পুলিশের বর্তমান ডিরেক্টর জেনারেল (ডিজি) রাজীব কুমারের অবসরের সময় এগিয়ে আসছে। আগামী ৩১ জানুয়ারি তাঁর কর্মজীবনের শেষ...

সরস্বতী পুজোয় থিমের ছোঁয়া: সৃজনশীলতায় প্রথম টাকি বয়েজ স্কুল

সরস্বতী পুজোয় থিমের ছোঁয়া এখন নতুন নয়। তবে সেই থিমের পুজোকে এবার প্রতিযোগিতার মধ্যে দিয়ে স্বীকৃতির সময়। এবছরের...

ওয়ার রুমে ঢিলেমি নয়, বুথভিত্তিক ‘ভোট রক্ষা কমিটি’ গড়ে জোর লড়াইয়ের বার্তা অভিষেকের

“আপনাকে যদি কোনও দায়িত্ব দেওয়া হয় আর আপনি ভাবেন কাজ না করলেও চলবে, সে আপনি বিধায়ক হন বা...

শেয়ার বাজারে ঝড়: সাত দিনে উধাও ১৬ লক্ষ কোটি টাকা

রক্তক্ষরণ অব্যাহত শেয়ার বাজারে। দালাল স্ট্রিটে শেয়ারের দর ওঠা-নামা স্বাভাবিক। তবে চলতি সপ্তাহে রীতিমতো ঝঞ্ঝার মুখে পড়েছিল ভারতীয়...