রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা মতো বাড়ানো হল (রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট) আরটিজিএসে লেনদেনের সময়। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মাধ্যমে লেনদেন করা যাবে। এতদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আরটিজিএসে লেনদেন করা যেত। বড় অঙ্কের টাকার লেনদেনের জন্য আরটিজিএস ব্যবস্থা এনেছিল আরবিআই। এই মাধ্যমে সর্বনিম্ন দু’লক্ষ টাকার লেনদেন করা যায়।

আরও পড়ুন – “বিধানসভাকে ক্লাবঘর বানাবেন না”, বিধায়কদের সতর্ক করলেন অধ্যক্ষ
