কান থেকে বেড়িয়ে এলো জীবন্ত মাকড়সা, তারপর?

আমেরিকার মিসৌরির বাসিন্দা সুসি টরেস। তিনি সাঁতার কেটে ফেরার পর থেকেই কান নিয়ে সমস্যায় ভুগছিলেন । প্রথমে ভেবেছিলেন তার কানে হয়তো জল ঢুকেছে কিন্তু পরে অস্বস্তি বাড়লে তিনি আর সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের কাছে যান। সেখানে তার কান পরীক্ষা করার পর জানা যায় জল নয়, তার কানে কোনো জাতীয় কিছু পোকা ঢুকেছে এবং সেটি তখনও জীবিত। এমন কথা শুনে স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে যায় টরেস। ধীরে ধীরে অনেক কষ্টে নিজেকে শান্ত করেন তিনি। তারপর ডাক্তার তার কান থেকে পোকাটি বের করে আনে। বের করার পর দেখা যায় সেটি কোনো পোকা নয় বাদামী রঙের একটি জীবন্ত মাকড়সা। যা কিনা মারাত্মক বিষাক্ত। টরেসের কপাল ভালো যে ওই মাকড়সাটি তাকে কামরায়নি। এখন তিনি পুরোপুরি সুস্থ।

আরও পড়ুন-নিমতায় ফের গুলি করে খুন! রাজনৈতিক হিংসা নাকি অন্যকিছু?

 

Previous articleজলের তলায় খড়গপুর, ব্যাহত ক্ষিণপূর্ব রেলের পরিষেবা
Next articleতৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের উত্তপ্ত নানুর