জলের তলায় খড়গপুর, ব্যাহত ক্ষিণপূর্ব রেলের পরিষেবা

ব্যাপক বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রেল স্টেশন। তার জেরে খড়গপুরের একাধিক ওয়ার্ড জলমগ্ন। জল জমে গিয়েছে বেনাপুর–হিজলির মাঝে রেললাইনে। তার ফলে বিঘ্নিত হল দক্ষিণপূর্ব রেলের পরিষেবা।

লাইন জলের তলায় চলে যাওয়ায় বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তিত হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ট্রেনের এই গন্ডগোলের ফলে চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে সকালে স্টেশনে এসে জানতে পারেন। ফলে বিরক্তি আরও তীব্র হয়েছে যাত্রীদের মধ্যে।

আরও পড়ুন – “রাম কে নাম” তথ্যচিত্র প্রদর্শন ঘিরে প্রেসিডেন্সিতে বিতর্ক তুঙ্গে

Previous articleনিমতায় ফের গুলি করে খুন! রাজনৈতিক হিংসা নাকি অন্যকিছু?
Next articleকান থেকে বেড়িয়ে এলো জীবন্ত মাকড়সা, তারপর?