ইউটিউবে ভিডিও আপলোড করে লাখ লাখ ইনকাম করছেন হরিয়ানার এই যুবক। পেশায় তিনি একজন কৃষক। কী অবাক হচ্ছেন? ভাবছেন এক সামান্য যুবক কি করে ইউটিউব থেকে এতো রোজকার করতে পারে ? তাহলে চলুন আগে তার পরিচয়টা জেনে নি। ইনি হরিয়ানার বাসিন্দা দর্শন সিং। ছোটবেলা থেকে বাবা দাদুর হাতেই চাষ-আবাদে হাতেখড়ি তার। সেই শিক্ষাকেই কাজে লাগিয়ে তিনি খুলে ফেললেন একটি ইউটিউব চ্যানেল। ব্যাস তার পরই কেল্লাফতে। তিনি জানান তার ইউটিউব চ্যানেলে তিনি কিভাবে সঠিক ও সহজ পদ্ধতিতে চাষ-আবাদ করা যায় তারই প্রশিক্ষণ দেন। তার এই প্রশিক্ষণে সমগ্র বিশ্বের কৃষকরা উপকৃত। এই মুহূর্তে তার ইউটিউব ফলোয়ার্স 2 কোটি 10 লাখ ছাড়িয়েছে।মাস গেলে তার আয় 2 লাখ। ইউটিউবে তিনি “ফার্মিং লিডার” নামে পরিচিত।

আরও পড়ুন – সময় বাড়ল আরটিজিএসের
