নারদ-কাণ্ডে তৃণমূলের প্রাক্তন সাংসদ কেডি সিংকে CBI তলব করলো। বুধবার দিল্লির CBI দপ্তরে তাঁকে ডাকা হয়েছে।

সূত্রের খবর, বুধবারই নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের মুখোমুখি বসিয়ে কেডি সিংকে জেরা করতে পারেন CBI অফিসাররা। এর আগে ম্যাথু CBI-কে জানিয়েছিলেন, তিনি যে স্টিং অপারেশন করেছেন, তার অর্থের জোগান দিয়েছে কেডি সিংয়ের সংস্থা। ম্যাথুর এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন কেডি সিং। এই বিভ্রান্তি দূর করতেই ম্যাথু স্যামুয়েলের মুখোমুখি বসিয়ে তৃণমূলের এই প্রাক্তন সাংসদকে বুধবার জেরা করা হবে বলে CBI সূত্রে খবর।

আরও পড়ুন-গেরুয়া-শিবিরে শোভন-সখী বৈশাখী সম্ভবত নতুন দায়িত্ব পেতে চলেছেন
