Wednesday, November 5, 2025

ফিরোজ শাহ কোটলার নাম বদলে রাখা হবে ‘অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম’

Date:

শনিবার প্রয়াত হয়েছেন কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল থেকে অন্যান্য মহলও। শোক প্রকাশ করেছে বিসিসিআইও। আর করবে নাই বা কেন? জেটলির সঙ্গে ক্রিকেটের ছিল আত্মার যোগ। আর তাই জেটলিকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লির ফিরোজ শাহ কোটলার নাম বদলে তাঁর নামে রাখা হবে।

মঙ্গলবার দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই কথা ঘোষণা করা হয়েছে। আগামী 12 সেপ্টেম্বর এই নাম বদল হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে ডিডিসিএ-র বর্তমান সভাপতি রজত শর্মা বলেন, ‘জেটলিজি না থাকলে বিরাট কোহলি, গৌতম গম্ভীর, আশিস নেহেরা, বীরেন্দ্র সেওয়াগ, ঋষভ পন্থরা ক্রিকেটে নিজেদের নাম উজ্জ্বল করতে পারতেন না। দিল্লি ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। তাই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতেই আমরা ফিরোজ শাহ কোটলার নাম পরিবর্তন করে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম নামকরণ করব।’

আরও পড়ুন – EXCLUSIVE: ডার্বিতে আমন্ত্রণ, এবার আইএফএ-র প্রশাসনেও সৌরভ!

কলেজ জীবনে চুটিয়ে ক্রিকেট খেলতেন জেটলি। পরবর্তীকালে রাজনৈতিক দুনিয়ায় পা রাখার পর তিনি আর সেভাবে ক্রিকেট নিয়ে এগোতে পারেননি। কিন্তু প্রশাসনিক বিভাগে তিনি সব সময় ছিলেন অবিচল। তাঁকে বিসিসিআইয়ের সহ সভাপতি হিসাবেও দায়িত্ব সামলাতেও দেখা গিয়েছে। আইপিএলে ফিক্সিং কাণ্ডের সময় তিনি সেই পদ থেকে নিজেকে সরিয়ে নেন। ডিডিসিএ-র সভাপতি পদে তিনি দীর্ঘ 13 বছর আসীন ছিলেন তিনি। রাজনীতি সামলানোর পাশাপাশি ক্রিকেটের এই প্রশাসনিক দায়িত্বও জেটলি দক্ষতার সঙ্গে সামলেছেন। তাই এবার দিল্লির ফিরোজ শাহ কোটলার নামকরণ করা হবে, তাঁর নামে।

অন্যদিকে, সোমবারই ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর যমুনা স্পোরটস কমপ্লেক্সের নাম বদলে অরুণ জেটলি স্পোর্টস কমপ্লেক্স নামকরনেরও প্রস্তাব দেন। গম্ভীর এই প্রসঙ্গে বলেন, ‘অরুণ জেটলি আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন। আমাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তাব করছি যমুনা স্পোর্টস কমপ্লেক্সের নাম বদলে অরুণ জেটলি স্পোর্টস কমপ্লেক্স রাখা হোক।’

আরও পড়ুন – সিন্ধুর বিশ্ব জয় নিয়ে যা বললেন বাংলার ব্যাডমিন্টন তারকা অরূপ বৈদ্য

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version