যে কারণে আর জাকার্তা নয়, এখন থেকে ইন্দোনেশিয়ার রাজধানী বর্নেও

রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া সরকার। বর্নেও দ্বীপে হতে চলেছে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী। প্রায় 1 কোটি বাসিন্দার শহর জাকার্তা এই মুহূর্তে ইন্দোনেশিয়া সরকারের কাছে বড়সড় মাথাব্যথার কারণ।

বর্তমানে ওই দ্বীপরাষ্ট্রের রাজধানী জাকার্তার ট্রাফিক জ্যাম সর্বজনবিদিত। তার জেরে শহরের বায়ু দূষণের মাত্রাও ভয়ানক। এমন পরিস্থিতিতে রাজধানী বদলের সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

প্রধানমন্ত্রী জোকো উইডোডো জানান, বর্নেওর পূর্ব কালিমান্টান প্রদেশে তৈরি হবে দেশের নতুন রাজধানী। গত প্রায় দু’বছর ধরে ভূমিকম্প, সুনামির মতো একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হয়েছে জাভা, সুলাওয়েসি, বালি, লম্বকের মতো দ্বীপগুলি। তবে এখনও পর্যন্ত প্রকৃতির রোষ থেকে মুক্ত বর্নেও। সেই কারণে এই দ্বীপকেই রাজধানী হিসেবে বেছে নেওয়া হয়েছে।