নিজেদের আকাশপথ ভারতের জন্যে সম্পূর্ণ বন্ধ করল পাকিস্তান

এবার নিজেদের আকাশপথ ভারতের জন্যে সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান সরকারের ক্যাবিনেট বৈঠকে ইতোমধ্যে বিষয়টি সর্বসম্মতিতে পাশ হয়ে গিয়েছে। পাক মন্ত্রী ফাওয়াদ হুসেন এ বিষয়ে একটি ট্যুইটে লিখেছেন, ‘ভারতের জন্যে পাকিস্তানের আকাশপথ সম্পূর্ণরূপে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পূর্ণ মার খাবে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।’ হুমকির সুরেই পাক মন্ত্রী লেখেন, ‘মোদি শুরু করেছেন, আমরা শেষ করব।’