নদিয়ার রানাঘাট স্টেশনে ‘প্যার কা নাগমা হ্যায়’ থেকে মুম্বইয়ের ঝাঁ চকচকে স্টুডিওতে ‘তেরি মেরি’, ভবঘুরে রানু মন্ডল এখন রীতিমতো সেলিব্রিটি। রানাঘাট স্টেশন থেকে সরাসরি বলিউডে এমন উত্থান আগে কারও হয়েছে কিনা, কেউ মনে করতে পারছে না।

রানুদেবী সম্প্রতি বলিউডের বিখ্যাত মিউজিক ডাইরেক্টর হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি’ গেয়ে, ফের ভাইরাল। হিমেশ রেশমিয়ার ছবিতে গান গেয়ে রানু মণ্ডল কত পারিশ্রমিক পেলেন জানেন?

রিপোর্টে প্রকাশ, হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়ে রানু 6 থেকে 7 লক্ষ টাকা পারিশ্রমিক পান। যে টাকার অঙ্ক দেখে প্রথমে রানু পারিশ্রমিক নিতে অস্বীকার করেন। হিমেশ রেশমিয়া এরপর জোর করেই রানু মণ্ডলের হাতে ওই পারিশ্রমিক তুলে দেন বলে খবর।
