নারদ-কাণ্ডে জড়িয়ে গেলো বিজেপি, CBI তলব শোভন চট্টোপাধ্যায়কে

নারদাকাণ্ডে এবার জড়িয়ে পড়লো বিজেপি। CBI এবার তলব করলো বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে। শনিবার নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সারদার সঙ্গে CBI এবার নারদকাণ্ড নিয়েও সমান সক্রিয়।

2016 সালের বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে আসে 53 ঘণ্টার নারদ স্টিং ফুটেজ। 12 তৃণমূল নেতা এবং এক IPS-এর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তের পর নারদ-কাণ্ডে 13 জনের বিরুদ্ধে CBI দিল্লিতে FIR দায়ের করে ৷ নারদ- ফুটেজে দেখা গিয়েছিল পুরভবনে বসেই তোয়ালে মুড়ে টাকা নিচ্ছেন তৎকালীন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ সম্ভবত সেই ব্যাপারে নানা ধরনের জিজ্ঞাসাবাদের জন্যই শোভন চট্টোপাধ্যায়কে CBI ডেকে পাঠালো।

আরও পড়ুন-নজরে খাগড়াগড় বিস্ফোরণ মামলার সাজা ঘোষণা   

 

Previous articleপ্রেমিকদের এভাবে হারিয়ে দিচ্ছেন মারিয়া!
Next articleফের প্রকাশ্যে এক ব্যক্তিকে ফাঁসি দিল ইরান!