দিল্লিতে মুকুলকে তিন ঘন্টা জেরা করল সিবিআই

দিল্লিতে সিবিআই অফিসে গেলেন মুকুল রায়। তিন ঘন্টা জেরা হল। পরে মুকুল বলেন তিনি নিজেই গেছিলেন। নারদ নিয়ে কথা হয় নি। সিবিআই সূত্রে খবর, মুকুলকে সারদামামলায় তলব করা হয়েছিল। মুকুল বলেন, তিনিই অভিযোগ জানাতে গেছিলেন।