এখন ভারি বৃষ্টির অপেক্ষায় আমাজন

নাগাড়ে চলা ভারি থেকে অতি ভারি বৃষ্টিই এখন রক্ষা করতে পারে ব্রাজিলের আমাজনকে। গত কয়েকদিনের বিধ্বংসী দাবানল যেভাবে জ্বলেপুড়ে খাক করে দিচ্ছে পৃথিবীর ফুসফুসকে, তা থেকে রেহাই দিতে পারে একমাত্র প্রকৃতিই। এমনটাই মত বিশেষজ্ঞদের। দাবানলের ভয়াবহতা বুঝতে না পেরে প্রথমদিকে সক্রিয়তা না দেখানোয় বিশ্বজোড়া সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল। জি-7 দেশগুলি দাবানল মোকাবিলায় আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছে। আর্থিক সহায়তা প্রত্যাখ্যান করে ব্রাজিল প্রেসিডেন্ট এখন বলছেন, আমাজন বাঁচাতে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিমান থেকে লাগাতার জল ঢালা হচ্ছে। যদিও প্রযুক্তি ব্যবহার করেও এখনও পুরোপুরি বাগ মানেনি আমাজনের আগুন। বলিভিয়ার দিকে আগুনের তীব্রতা আশঙ্কা ছড়াচ্ছে।

এই পরিস্থিতি থেকে বাঁচতে ভারি বৃষ্টিই এখন ভরসা। আমাজন অঞ্চলে 15 সেপ্টেম্বরের পরেই ভারি বৃষ্টিপাত হয়। তবে এবছর বৃষ্টি সময়মত হবে কিনা তাও চিন্তার বিষয়। কারণ একটানা প্রবল বৃষ্টি হলেই পুরোপুরি নিভবে আমাজনের আগুন।

আরও পড়ুন – আমাজনের পর এবার দাবানল উদ্বেগ বাড়াচ্ছে আফ্রিকার অরণ্যেও