কেডি সিং-ই বলেছিলেন অভিষেককে স্টিং করতে হবে, মুখোমুখি জেরায় সিবিআইকে বললেন ম্যাথু

টানা দু’ঘন্টা ধরে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করল সিবিআই। নারদকান্ডের কিছু জট খুলতে আগেই দুজনকে পৃথকভাবে জেরা করা হয়েছিল। দুজনের বক্তব্যের অসঙ্গতি কাটাতে দিল্লির অফিসে তাঁদের মুখোমুখি বসানোর সিদ্ধান্ত নেয় সিবিআই। সেইমত বুধবার তৃণমূলের রাজ্যসভা সাংসদ ও আ্যালকেমিস্ট মালিক কেডি সিং ও তাঁর সংস্থার প্রাক্তন কর্মী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে সামনাসামনি বসিয়ে জেরা করা হয়। মুখোমুখি জেরায় অধিকাংশ অভিযোগই সটান অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ কেডি। জানা গিয়েছে তাঁকে ফের তলব করতে পারে সিবিআই।

আরও পড়ুন-কেডি সিংয়ের জেরা চলছে সিবিআই দফতরে 

কেডির সঙ্গে যৌথ জেরায় এদিন ম্যাথু জানিয়েছেন, নারদ স্টিং অপারেশনের কথা কেডি সিং-ই তাঁকে বলেছিলেন। কখন কার বিরুদ্ধে স্টিং করতে হবে সে বিষয়ে কেডি-ই তাঁকে নির্দেশ দিয়েছিলেন। এজন্য তৃণমূল সাংসদের অফিস থেকে কয়েক দফায় তাঁকে টাকা পাঠানো হয়েছিল। ম্যাথুর বক্তব্য উড়িয়ে কেডি দাবি করতে থাকেন, এমন কোনও নির্দেশ তিনি দেননি। তাঁর অফিস থেকে টাকা পাঠানোর বিষয়েও তিনি অবহিত নন।

মুখোমুখি জেরাপর্বে এদিন কেডি সিং-এর সামনেই এক বিস্ফোরক অভিযোগ ফাঁস করেন ম্যাথু স্যামুয়েল। কেডিকে দেখিয়ে সিবিআই অফিসারদের বলেন, এই উনিই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্টিং করতে হবে। সঙ্গে সঙ্গে কেডি বলে ওঠেন আমি এমন কিছু বলিনি। তারপরই মোক্ষম প্রমাণ হিসেবে ম্যাথু তাঁর মোবাইলের একটি এসএমএস সিবিআইকে দেখান, যেটি কেডির মোবাইল থেকে পাঠানো হয়েছে বলে তাঁর দাবি। এবারও অভিযোগ অস্বীকার করেন কেডি। বলেন, এই এসএমএস কে পাঠিয়েছে আমার জানা নেই। এদিন জেরাপর্বের শেষে বাইরে অভিষেকের বিষয়টি ম্যাথু সাংবাদিকদের কাছেও উল্লেখ করেন। সিবিআই সূত্রে খবর, নারদকান্ডে কেডি সিং-এর ভূমিকা খতিয়ে দেখে ফের এই তৃণমূল সাংসদকে ডাকা হতে পারে।

আরও পড়ুন-কেন্দ্রকে RBI-এর বিপুল ঋণ প্রদান নিয়ে প্রশ্ন তুললেন মমতা