Thursday, August 28, 2025

এবার বেনজির দর্শন, কৌশিকী অমাবস্যায় তারা মায়ের মাথায় 30 ভরির সোনার মুকুট

Date:

এবারের কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থী, দর্শনার্থীদের কাছে ভিন্নসাজে দেখা দেবেন তারাপীঠের মা তারা । নজিরবিহীন এই সাজ। এই বেশে মায়ের মূর্তি দেখে মুগ্ধ হবেন সবাই। এমনই দাবি তারাপীঠ মন্দির কমিটি ও তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষের।

সাধারণত তারা মাকে রুপোর মুকুটেই দেখে অভ্যস্ত পুণ্যার্থীরা। কিন্তু, এবার মায়ের ভিন্ন রূপের দর্শন মিলবে। বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা তিথি পড়ার পরই 30 ভরি ওজনের স্বর্ণমুকুট পরানো হবে মা তারাকে। এছাড়াও কয়েক ভরি সোনার অলঙ্কারে সাজিয়ে তোলা হবে। এমনই উদ্যোগ নিয়েছে মন্দির কমিটি। শুধু মাকে নয়, একইভাবে সাজিয়ে তোলা হবে মায়ের গর্ভগৃহ। মন্দিরের চূড়ার গায়ে আলোকসজ্জার মাধ্যমে ফেলা হবে রামধনুর সাতটি রঙের আলোর ছটা। একাধিক এলইডি আলোয় ভরিয়ে তোলা হবে গোটা মন্দির চত্বর। প্রতি মুহূর্তে সেই রঙে পরিবর্তন আনা হবে। মায়ের এই অপরূপ রূপের দর্শনের সুযোগ করে দিতে বৃহস্পতিবার সারারাত খোলা থাকবে গর্ভগৃহের দরজা। মায়ের অভিনব সেই রূপ দেখতে বিশাল ভিড় হবে ভক্তদের। কারণ, অমাবস্যার পরের দু’দিন শনি ও রবিবার। তাই এবার ভক্তের সমাগম বিগত সব বছরের রেকর্ড ভেঙে দেবে। যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেই কারণে ভক্তদের ঢোকার ও বেরনোর পথ আলাদা করা হয়েছে। বৃহস্পতিবার রাত যত বাড়বে, পাল্লা দিয়ে বাড়বে ভিড়ও। তাই ওইদিন সারারাত মন্দির খোলা থাকবে। শুধুমাত্র গভীর রাতে 15 মিনিটের জন্য মাকে বিশ্রাম দেওয়া হবে।

আরও পড়ুন – তোলা না দেওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে

এদিকে, মন্দির থেকে একটু দূরের চিলা কাঁদর সংলগ্ন কোটি টাকা ব্যয়ে নির্মিত কংক্রিট গেটে মা তারার মুখ নীল-সাদা আলোয় ঝরে পড়ছে। গেটেও নানা রঙের আলোর ছটা ফেলা হবে। মনসুবা মোড় থেকে ফুলিডাঙা মোড় পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা এলইডির আলোয় ঝলমলে হয়ে উঠবে। এমনটাই দাবি মন্দির উন্নয়ন কমিটি বা TRDA কর্তাদের। যাঁরা অত্যধিক ভিড়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না তাঁদের জন্য দ্বারকা নদের সেতু, তিন মাথা ও আটলা মোড়ে জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠবে মায়ের মুখ ও আরতির দৃশ্য। যাতে মন্দির থেকে 150 মিটার দূর থেকেও মায়ের দর্শন পেতে পারেন পুণ্যার্থীরা। একইভাবে আলোকিত করা হবে জীবতকুণ্ড।

আরও পড়ুন – আমাজন অগ্নিকাণ্ড: জি-7 গোষ্ঠীর অর্থ সাহায্য নিতে অস্বীকার ব্রাজিলের

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version