কাশ্মীর নিয়ে সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

কাশ্মীর নিয়ে সুপ্রিম কোর্টে দাখিল হওয়া আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত জানাল, এই সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা তারা খতিয়ে দেখবে। অক্টোবরে এই ব্যাপারে শুনানি হবে। এই প্রসঙ্গে কেন্দ্রের কাছে নোটিশ পাঠানোর পাশাপাশি এই সাংবিধানিক বৈধতা সংক্রান্ত আবেদনগুলিকে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে পাঠিয়ে দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ওপরে একাধিক আবেদনের শুনানি বুধবার হয় সুপ্রিম কোর্টে। সংবিধানের 370 ধারা বাতিল করে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করে ন্যাশনাল কনফারেন্স।

আরও পড়ুন – সীমান্তে সেনা-জঙ্গি মোতায়েন করেছে পাকিস্তান, প্রস্তুত দিল্লিও

Previous articleতোলা না দেওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে
Next articleআজকের আঠাশ, আগামীর ইতিহাস: বিধানসভা নির্বাচনে 250টি আসন জিতবে তৃণমূল, দাবি অভিষেকের