প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার বিকেলে তিনি সস্ত্রীক বুদ্ধবাবুর পাম এভিন্যিউয়ের বাড়িতে যান। তাঁকে অভ্যর্থনা জানান বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। ঘন্টাখানেক সাক্ষাতের পর সস্ত্রীক রাজ্যপালকে বাইরে ছাড়তে আসেন বুদ্ধদেববাবুর স্ত্রী মীরাদেবী।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেশ খুশি ধনকর। হাতজোড় করে বলেন, ‘ওনাকে খুব সম্মান করি। দীর্ঘদিন ধরে চিনি। স্বাস্থ্য। দ্রুত সুস্থতা কামনা করছি। আমি ধন্য উনি সময় দিয়েছেন। ওনার সঙ্গে সাক্ষাৎ সৌভাগ্যের ব্যাপার ও অনুপ্রেরণাদায়ী।’

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুধু সক্রিয় রাজনীতির বাইরে থাকাই নয়, নিজে কার্যত গৃহবন্দি করে রেখেছেন বুদ্ধবাবু। জানা গিয়েছে, মূলত তাঁর স্বাস্থ্যের খবর নেন ধনকর। পাশাপাশি, চা-চক্রেও যোগদান করেন।

তবে দু’জনের মধ্যে ঠিক কোন কোন বিষয়ে কথোপকথন হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।