Sunday, December 21, 2025

আর কয়েক ঘন্টার অপেক্ষা, NRC চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে উদ্বিগ্ন অসম

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। এরপরেই চূড়ান্ত হয়ে যাবে, কারা অসমের প্রকৃত নাগরিক। আগামী 31 আগস্ট প্রকাশ করা হবে অসমের জাতীয় নাগরিকপঞ্জির (NRC) চূড়ান্ত তালিকা। তা নিয়ে অসম-সহ গোটা দেশজুড়ে উদ্বেগ।এনআরসির সঙ্গে যুক্ত আধিকারিকরা কার্যত নাওয়া-খাওয়া ভুলে গিয়েছেন। এবার ‘ত্রুটিমুক্ত’ তালিকা প্রকাশের জন্য জেলা, সার্কেল এবং ব্লক স্তরে চব্বিশ ঘণ্টা কাজ করে চলেছেন তাঁরা। এনআরসির স্টেট কো-অর্ডিনেটর অফিসের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, ‘তালিকা যাতে ত্রুটিপূর্ণ হয়, তার জন্য এখন গুণমান পরীক্ষা করা হচ্ছে। শেষদিন পর্যন্ত এটা চলবে।’

আধিকারিকরা সংশ্লিষ্ট সব সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়াও সীমান্ত পুলিশ এবং ফরেনার্স ট্রাইব্যুনালের সঙ্গেও যোগাযোগ রাখছেন এনআরসি আধিকারিকরা। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, তাঁর নাম যাতে তালিকায় না থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

নাগরিকপঞ্জি তালিকায় নাম রয়েছে কি না, তা কীভাবে জানা যাবে? এই নিয়ে গতকাল, বুধবার এনআরসির স্টেট কোঅর্ডিনেটরের অফিস থেকে নোটিশ জারি করা হয়েছে। বলা হয়েছে, নির্দিষ্ট কিছু এনএসকে, সার্কেল অফিস বা ডেপুটি কমিশনারের অফিসে গিয়ে তালিকা দেখতে হবে। অন লাইনের ক্ষেত্রে এনআরসির ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জায়গায় অ্যাপ্লিকেশন রিসিপট নাম্বার লিখলেই স্টেটাস জানা যাবে।

এদিকে, নাগরিকপঞ্জি তালিকা প্রকাশের পরে রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য প্রস্তুতি শুরু করেছে পুলিশ। অসমের ডিজিপি কূলধর শইকিয়া বলেছেন, আইন-শৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।
এরমধ্যে প্রশাসনের মানবিক মুখ দেখাতে চাইছে অসম সরকার। রাজ্যের পক্ষে জানানো হয়েছে, নাগরিক পঞ্জিতে নাম না থাকা গরিব মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে।

spot_img

Related articles

তারকা সমৃদ্ধ কলকাতা ম্যারাথনে নয়া রেকর্ড গুলভীরের, চ্যাম্পিয়ন জোশুয়া

শীতের কুয়াশা মাখা ভোরে জমজমাট কলকাতা ম্যারাথন(Kolkata 25K)।   টাটা  স্টিল ২৫কে উপলক্ষ্যে দৌড়াল কলকাতা, টানটান প্রতিযোগিতার সঙ্গে আনন্দ...

বাংলাদেশ অশান্তিতে ভারতের প্রথম প্রতিক্রিয়া! চট্রগ্রামে বন্ধ ভারতীয় ভিসার কাজ

বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। একের পর এক দেশ কার্যত নতিস্বীকার করে নিহত ওসমান হাদির প্রতি শ্রদ্ধা...

ছ’মাসের মধ্যে ফের বাড়ছে ট্রেনের ভাড়া! বড় ধাক্কা যাত্রীদের

ছ'মাসের মধ্যেই ফের টিকিটের দাম বাড়াচ্ছে ভারতীয় রেল! বছরের শেষে ট্রেনের যাত্রীদের জন্য বড় ধাক্কা। নন এসি কোচে...

ভিন রাজ্য থেকে বাংলায় ডাকাতির চেষ্টা: রুখে দিল পুলিশ, গ্রেফতার ৭

ভিন রাজ্য থেকে সীমান্ত পেরিয়ে বাংলায় দুষ্কৃতীমূলক কাজের অপচেষ্টা সাম্প্রতিক সময়ে বারবার দেখা গিয়েছে। একাধিক জেলায় একাধিক ডাকাতির...