আশা ছিল। জল্পনা ছিল। রটনা ছিল বিজেপির যুব মোর্চার সভাপতি হচ্ছেন সৌমিত্র খাঁ, শুভ্রাংশু রায়, শঙ্কু পন্ডাদের মধ্যে কেউ। সেসব কিছুই মিলল না। রাজ্য কমিটির সদস্য থাকলেন সবাই। বড়জোর সহসভাপতি করা হতে পারে কাউকে। যেমন মূল বিজেপিতে ভারতী ঘোষকে সহসভাপতি করা হয়েছে। যদিও বিজেপিতে এই পদ গুরুত্বহীন। শোভনকে তো তাও করা হয় নি। বৈশাখী দূর অস্ত। আসলে গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গায় বিজেপি দলবদলুদের এখন বেশি নম্বর দিতে চাইছে না, এটা স্পষ্ট।
