বিজেপিতেই যোগ দিচ্ছেন রায়দিঘীর তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। অনেকদিন ধরেই এমন সম্ভাবনার কথা ভেসে বেড়াচ্ছিলো। সূত্রের খবর, বুধবার মধ্যরাতে তা চূড়ান্ত হয়েছে দু’তরফের বৈঠকের পরই।শোভন চট্টোপাধ্যায়ের আপত্তিতে গত 14 আগস্ট দিল্লি গিয়েও গেরুয়া-শিবিরে নাম লেখাতে পারেননি দেবশ্রী।
দেবশ্রীর বিজেপিতে যাওয়া নিয়ে শোভন বা বৈশাখীর আপত্তিকে যে বঙ্গ-বিজেপি এতটুকুও মূল্য দিচ্ছেনা, তা স্পষ্ট হয়েছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছোট্ট এক লাইন মন্তব্যে। দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকালে ইঙ্গিত দিয়েছেনদেবশ্রী যোগ দিচ্ছেন তাঁদের দলে। শোভনের আপত্তি নিয়ে দিলীপবাবুর স্পষ্ট কথা, “কে কী চান বা না চান তাই দিয়ে তো দল চলবে না! দলে অনেক মানুষ আসবেন। আবার কেউ কেউ চলেও যাবেন।”
