Wednesday, November 12, 2025

ফের দেবশ্রীর বোকামি, দিলীপের বাড়ির সামনে দীর্ঘ অপেক্ষা করে ফিরে গেলেন

Date:

গোপনে অভিনেত্রী-বিধায়ক দেবশ্রী রায় বুধবার রাতে সল্টলেকে। উদ্দেশ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মুখোমুখি বসে কথা বলা। কিন্তু অভিনেত্রীর অপরিনত সিদ্ধান্তের কারনে ভেস্তে গেল গোপন আলোচনা। দিল্লির মতো খালি হাতেই আবার ফিরতে হল দেবশ্রীকে।

কিন্তু কেন দিলীপের বাড়িতে দেবশ্রী? দেবশ্রীর ঘনিষ্ঠ মহল বলেছে, একবার বিজেপির দিল্লির কেন্দ্রীয় অফিসে যাওয়ার পরে আর পুরনো দলে ফেরার জায়গা থাকে না। তাছাড়া, যেভাবে শোভন-বৈশাখী তাঁর বিজেপি যোগে বাধ সেধেছে, এখন তাঁর কাছে চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বিজেপিতে যোগ দিয়ে পালটা জবাব দেওয়া। দিলীপবাবু এ ব্যাপারে যে খুশি তা নয়। তবে দিল্লির নেতাদের নির্দেশ পালন করতে তিনি বাধ্য হচ্ছেন।

বিজেপি সূত্রে খবর, আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ফোনে কথা বলে রাত দশটায় দেবশ্রী চলে আসেন ডিএল ২০৯, সল্টলেকের বাড়িতে। কালো কাচে ঢাকা গাড়িতে বসেই দিলীপবাবুর জন্য অপেক্ষা করতে থাকেন দেবশ্রী। গাড়িতে স্টার্ট দেওয়া ছিল। চলছিল এসি। দিলীপবাবু তখন নিউটাউনে একটি অনুষ্ঠানে ছিলেন। অন্যদিকে অভিনেত্রীর গাড়ি দেখে দিলীপবাবুর বাড়ির কাছে সাংবাদিকদের ভিড় জমতে থাকে। প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পর অবস্থা বেগতিক দেখে গাড়ি নিয়ে দিলীপবাবুর বাড়ির সামনে না দাঁড়িয়ে দেবশ্রী কয়েকটি গলি পেরিয়ে সাংসদের অপেক্ষা করতে থাকেন। কিন্তু বাড়ির সামনের পরিস্থতি ফেরার আগেই আঁচ পেয়ে দিলীপবাবু দেবশ্রীকে বলে দেন, আজ নয়, অন্যদিন আবার বৈঠক করবেন। এভাবে হয় না। বৈঠক নিয়ে কোনও খবর হোক চান না। ফিরে যান। রাত এগারোটা কুড়ি নাগাদ বাড়ি ফিরে দিলীপবাবু অবশ্য আকাশ থেকে পড়ার ভঙ্গিতে বলেন, দেবশ্রী এসেছিলেন? দেখুন, আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম। আমি কিছু জানি না।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version