Wednesday, December 17, 2025

গত মঙ্গলবার পর্যন্ত যা খবর ছিল, পাকিস্তানের কোচ হিসেবে ‘ফাইনাল’ মিসবা-উল-হক। কিন্তু বুধবার থেকে হঠাৎই কেমন যেন ‘তালগোল’ পাকিয়ে যাচ্ছে পাক ক্রিকেট মহলের। মিসবার থেকে নাকি ক্যামেরা ঘুরে ক্যারিবিয়ান ওয়ালশ-কেই বেশি ফোকাস করতে চাইছে পিসিবি।

পাকিস্তানের হেড কোচ হওয়ার দৌড়ে ভেসে উঠেছে বেশ কিছু নাম। প্রাক্তন পাক অধিনায়ক মিসবা-উল-হক ইতিমধ্যেই আবেদনপত্র জমা দিয়েছেন। গত কয়েকদিন ধরেই পাক সংবাদমাধ্যমগুলি দাবি করে আসছিল, মিসবার হাতে নিয়োগপত্র নাকি প্রায় তুলেই দিয়েছে পাক ক্রিকেট বোর্ড। তবে মিসবা ছাড়াও আরও দুই হেভিওয়েট আবেদনকারী রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশ এবং প্রাক্তন অজি ক্রিকেটার তথা ক্রিকেট ধারাভাষ্যকর ডিন জোন্স। সূত্রের খবর, পিসিবি-র একটি মহল চাইছেন, বিদেশি কোচ নয়। এবার দেশী কোচের হাতেই আমির-আজমদের দায়িত্ব দেওয়া হোক। আর একটি মহল অবশ্য মনে করছেন, বিদেশি কোচের অধীনে নিয়মশৃঙ্খলা বজায় থাকবে দলের।

আরও পড়ুন-সব ধরনের ক্রিকেটকে ‘গুডবাই’ জানালেন অজন্তা মেন্ডিস

প্রাক্তন পাক ক্রিকেটার তথা ধারাভাষ্যকর রামিজ রাজা মনে করেন, মিসবা খুবই রক্ষণাত্মক মানসিকতার। তবে পিসিবি-র শীর্ষকর্তাদের সঙ্গে মিসবা-র সম্পর্ক খুবই ভালো হওয়ায় ওঁর দিকেই এতদিন পাল্লা ভারী ছিল। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেও মিসবাকে বাড়তি পয়েন্ট দিতে চেয়েছে ইমরান-আক্রমের দেশের ক্রিকেট বোর্ড। এদিকে বিপিএল এবং পিএসএল-এ ডিন জোন্সের কোচিংয়ের অভিজ্ঞতার কারণে অজি ধারাভাষ্যকারকে নিয়ে বেশ ভাবতে শুরু করেছে পিসিবি। তবে ওঁর থেকেও প্রাক্তন ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিদায়ী বোলিং কোচ ওয়ালশ দায়িত্ব নিলে পেসার নির্ভর পাক দল বেশি উপকৃত হবে বলেই মনে করছে সে দেশের ক্রিকেট মহল।

এছাড়াও শোনা যাচ্ছে, ওয়াকার ইউনিসও নাকি বোলিং কোচ হওয়ার জন্য পিসিবি-তে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে দু’বার পাক ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন ওয়াকার। যদিও সাফল্যের বিচারে তাঁর বিশেষ মূল্য নেই।

তাই সব মিলিয়ে দিনকয়েক ধরে মিসবা এক নম্বরে থাকলেও আপাতত কিন্তু পিসিবি কর্তারা বেজায় ধন্দে। ওয়ালশ যে বড়ই লাইম লাইটে পাক ক্রিকেট মহলে।

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজেও অনিশ্চিত ধোনি, বোর্ডের আস্থা পন্থের ওপরেই

 

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version