Wednesday, November 5, 2025

গত মঙ্গলবার পর্যন্ত যা খবর ছিল, পাকিস্তানের কোচ হিসেবে ‘ফাইনাল’ মিসবা-উল-হক। কিন্তু বুধবার থেকে হঠাৎই কেমন যেন ‘তালগোল’ পাকিয়ে যাচ্ছে পাক ক্রিকেট মহলের। মিসবার থেকে নাকি ক্যামেরা ঘুরে ক্যারিবিয়ান ওয়ালশ-কেই বেশি ফোকাস করতে চাইছে পিসিবি।

পাকিস্তানের হেড কোচ হওয়ার দৌড়ে ভেসে উঠেছে বেশ কিছু নাম। প্রাক্তন পাক অধিনায়ক মিসবা-উল-হক ইতিমধ্যেই আবেদনপত্র জমা দিয়েছেন। গত কয়েকদিন ধরেই পাক সংবাদমাধ্যমগুলি দাবি করে আসছিল, মিসবার হাতে নিয়োগপত্র নাকি প্রায় তুলেই দিয়েছে পাক ক্রিকেট বোর্ড। তবে মিসবা ছাড়াও আরও দুই হেভিওয়েট আবেদনকারী রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশ এবং প্রাক্তন অজি ক্রিকেটার তথা ক্রিকেট ধারাভাষ্যকর ডিন জোন্স। সূত্রের খবর, পিসিবি-র একটি মহল চাইছেন, বিদেশি কোচ নয়। এবার দেশী কোচের হাতেই আমির-আজমদের দায়িত্ব দেওয়া হোক। আর একটি মহল অবশ্য মনে করছেন, বিদেশি কোচের অধীনে নিয়মশৃঙ্খলা বজায় থাকবে দলের।

আরও পড়ুন-সব ধরনের ক্রিকেটকে ‘গুডবাই’ জানালেন অজন্তা মেন্ডিস

প্রাক্তন পাক ক্রিকেটার তথা ধারাভাষ্যকর রামিজ রাজা মনে করেন, মিসবা খুবই রক্ষণাত্মক মানসিকতার। তবে পিসিবি-র শীর্ষকর্তাদের সঙ্গে মিসবা-র সম্পর্ক খুবই ভালো হওয়ায় ওঁর দিকেই এতদিন পাল্লা ভারী ছিল। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেও মিসবাকে বাড়তি পয়েন্ট দিতে চেয়েছে ইমরান-আক্রমের দেশের ক্রিকেট বোর্ড। এদিকে বিপিএল এবং পিএসএল-এ ডিন জোন্সের কোচিংয়ের অভিজ্ঞতার কারণে অজি ধারাভাষ্যকারকে নিয়ে বেশ ভাবতে শুরু করেছে পিসিবি। তবে ওঁর থেকেও প্রাক্তন ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিদায়ী বোলিং কোচ ওয়ালশ দায়িত্ব নিলে পেসার নির্ভর পাক দল বেশি উপকৃত হবে বলেই মনে করছে সে দেশের ক্রিকেট মহল।

এছাড়াও শোনা যাচ্ছে, ওয়াকার ইউনিসও নাকি বোলিং কোচ হওয়ার জন্য পিসিবি-তে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে দু’বার পাক ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন ওয়াকার। যদিও সাফল্যের বিচারে তাঁর বিশেষ মূল্য নেই।

তাই সব মিলিয়ে দিনকয়েক ধরে মিসবা এক নম্বরে থাকলেও আপাতত কিন্তু পিসিবি কর্তারা বেজায় ধন্দে। ওয়ালশ যে বড়ই লাইম লাইটে পাক ক্রিকেট মহলে।

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজেও অনিশ্চিত ধোনি, বোর্ডের আস্থা পন্থের ওপরেই

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version