Friday, May 9, 2025

ওই দেখুন রাজ্যপাল হাত ধরে আছে আমার রাজ্যটার। আমার ছেলেবেলার। ওই তো যাদবপুর, হুডখোলা জীপ থেকে সাদা চুলের হাত নাড়া, টাটা সেন্টার থেকে হাত উঁচু করে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ বলা। ওই তো নস্টালজিয়ার সেই ভদ্রলোক বাঙালিয়ানা, ওই তো আমার রাজ্যে থেকে যাওয়ার ইচ্ছে, ওই তো বাংলার আকাশ ছোঁয়ার স্পর্ধা। কারখানাগুলো খুলতে শুরু করছে, টাটা বিনিয়োগ করে ফেলেছে, এদিক ওদিক খবর চলে গেছে- বাংগাল মে ফির সে বড়া কুছ হোনে ওয়ালা হে।

এই দেখুন আমার রাজ্যের ছবি। জরাজীর্ণ, রোগাক্রান্ত, অন্ধত্ব বিস্তার করছে শিরা উপশিরায়। এখন আর শিল্প আসেনা। টাটা কারখানাতে ধান বোনা হয়নি আর, গোটা শহর রঙ করা হয়েছে, আলো লাগানো হয়েছে। আমরা যারা প্রবাসে থাকি তারা ফিরে ফিরে আসবো বলে কয়েকদিনের জন্য৷ বৃদ্ধাশ্রমে এসে হাত ধরবো আমার শহরের, আমার খয়েরি হতে থাকা মহানগরের।

লোকটাকে জেলে পাঠানোর কথা ছিল নাকি। আট বছর আগে সেই প্রতিশ্রুতিই তো দেওয়া হয়েছিল। বলা হয়েছিল হাজারে হাজারে লাশ নাকি হলদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল৷ সিবিআই, সিআইডি, মন্ত্রী, সন্ত্রী, দিদি, ভাইপো- সব্বাইকে ক্লিনচিট দিতে হয়েছিল৷ বুদ্ধবাবু ভুল ছিলেন না।

আজ যখন অনেক অনেক মাইল দূর থেকে এই ছবিটা দেখছি, ওটা একটুকরো ছবি আমার রাজ্যেরই মনে হচ্ছে যেন। কিংবা হয়তো এতোগুলো বেকার ছেলেমেয়ে, চাকরির জন্য বাইরে চলে যায় যে ছেলেমেয়ে, টাটাতে প্রশিক্ষণ নিয়ে ও বেকার হয়ে যাওয়া ছেলেমেয়ের গ্লানির রঙ ওটা?

সাদামাটা এই ঘর, ওই যে বই আর ছবিগুলো, মেঝের লাল আর রোগগ্রস্ত এই মানুষটা বারবার আমাদের অপরাধী করে দেয়।

প্লিজ ভালো হয়ে উঠুন বুদ্ধবাবু!

ফেসবুক থেকে সংগৃহীত।

Related articles

পুঞ্চে পরিস্থিতি উদ্বেগজনক: ত্রাণ শিবির ঘুরে বার্তা ওমর আবদুল্লার

জঙ্গি হামলার ক্ষত সবথেকে বেশি বুঝতে পারে জম্মু ও কাশ্মীরের মানুষই, বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা...

এক সপ্তাহের জন্য আইপিএলের বন্ধের সিদ্ধান্ত বিসিসিআই-এর

দীর্ঘ বৈঠকের পর অবশেষে আইপিএল(IPL) এক সপ্তাহের জন্য পিছিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই(BCCI)। শুক্রবার সকালেই দীর্ঘ বৈঠক...

মধ্যস্থতার কথা বলেও পিছু হঠল আমেরিকা, সন্ত্রাসবাদে ‘বিরোধিতা’য় চিন

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তিতে আগে আমেরিকা জানিয়েছিল দুই আলোচনায় বসুক আমরা মধ্যস্থতা করব। আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স(JD Vance)...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে ভুয়ো পোস্ট, হোয়াটসঅ্যাপে দেশবিরোধী স্ট্যাটাস দেওয়ায় সাসপেন্ড অধ্যাপিকা

ভারত- পাক উত্তেজনার আবহে সেনাবাহিনীর অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে বিতর্কিত পোস্ট করার জেরে চাকরি থেকে সাসপেন্ড হতে...
Exit mobile version