কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন ফিরছে। এর ইঙ্গিত মিলল তৃণমূল ছাত্র পরিষদ সমাবেশে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন,” কলেজে কবে ভোট হবে পার্থদা জানিয়ে দেবেন। তবে তার আগেও সংগ্রামের পথে থাকতে হবে।” নেত্রীর এই কথার সূত্রেই ভোটের জল্পনা ফিরে এসেছে।
নিজের গাড়ি চালিয়ে অফিসে যাওয়ার পথে আচমকাই হার্ট অ্যাটাক (driver's heart attack) চালকের। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা (Car loses control)।...