কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন ফিরছে। এর ইঙ্গিত মিলল তৃণমূল ছাত্র পরিষদ সমাবেশে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন,” কলেজে কবে ভোট হবে পার্থদা জানিয়ে দেবেন। তবে তার আগেও সংগ্রামের পথে থাকতে হবে।” নেত্রীর এই কথার সূত্রেই ভোটের জল্পনা ফিরে এসেছে।
একের পর এক ভয়াবহ টর্নেডোর (Tornadoes) কারণে মিজৌরি (Missouri, USA) জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। শুক্রবার থেকে শুরু হওয়া ঝড়ের তাণ্ডবে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে এখনও পর্যন্ত...