কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন ফিরছে। এর ইঙ্গিত মিলল তৃণমূল ছাত্র পরিষদ সমাবেশে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন,” কলেজে কবে ভোট হবে পার্থদা জানিয়ে দেবেন। তবে তার আগেও সংগ্রামের পথে থাকতে হবে।” নেত্রীর এই কথার সূত্রেই ভোটের জল্পনা ফিরে এসেছে।
২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...