Saturday, January 24, 2026

রাণু মন্ডলকে দেখে যা শিখলাম

Date:

Share post:

রাণু মন্ডলকে দেখে যা যা শিখলাম। খুব সংক্ষেপে লিখছি।

১। যখন তোমার কিছু থাকবেনা তখন সবাই তোমায় ছেড়ে চলে যাবে। টাকা পয়সা আর সাফল্য পেলেই সবাই আবার তোমার পেছনে ধাবিত হবে। উদাহরণ, রাণু মন্ডলের মেয়ে। তাই ভালোবাসার মানুষদের পেছনে না ছুটে সাফল্যের পেছনে ছোটা প্রয়োজন।

২। সোশাল মিডিয়া কতটা শক্তিশালী পুনরায় প্রমাণিত হল, বিশেষ করে যদি এটাকে ভালো কাজে ব্যবহার করা হয়। গরীবের সাথে ফটো তোলা বা ভিডিও করাকে যারা “ফুটেজ” মনে করত তারা আবার ভুল প্রমাণিত হল। একটা ভিডিওই একজন গরীবের জীবন বদলে দিল।

৩। রাণুর মত আরও বহু গরিব মানুষ গান শুনিয়ে ভিক্ষা করে। তাদের অনেকের গানই ট্রেনে বাসে শুনতে পাই। জোর গলায় বলতে পারি, বেশ কয়েকজনের গলা কুমার শানু বা উদিত নারায়ণের সুরের সমকক্ষ অনায়াসে হতে পারে। শুধু খানিকটা রেওয়াজ প্রয়োজন। কিন্তু তারা কোনোদিন নামডাক পাবেনা। কারণ তারা নোবেলের মত সারেগামাপার মঞ্চে গান গায়না, কিংবা ধিনচ্যাক পুজার মত বিগবসে ডাক পায়না। তাদের পরিচয় তারা ভিখারি।

৪। তাহলে রাণু মন্ডল কেন নামডাক পেল? পাতি বাংলায় উত্তর হল “হুজুগ”। এক ভিখারি লতার কন্ঠে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিডিয়া প্রত্যেকটা নিউজে রাণু মন্ডলের নামের পাশে “ভিখারি” ট্যাগ জুড়ে দিয়ে সিমপ্যাথি আর টিআরপি আদায় করল। এমন একটা খবর দেখাতে পারবে, যেখানে রাণু মন্ডলের নামের পাশে একবার হলেও “ভিক্ষা করতেন” কথাটা লেখা নেই? হিমেশ গান গাইবার সুযোগ দিয়ে মহানতা দেখালো। রাণু কি লতা মঙ্গেশকরের জায়গায় জেতে পারবে? না, হুজুগ শেষ হলে রাণুকেও সবাই ভুলে যাবে। এখন কথাটা বিশ্বাস করতে কষ্ট হলেও এক বছর বাদে মিলিয়ে নিও। ঠিক যেমনটা ‘চোখ মারা’ প্রিয়া প্রকাশের ক্ষেত্রে বলেছিলাম। আজ আবার জিজ্ঞেস করছি, প্রিয়া প্রকাশ কোথায় এখন?

৫। তাহলে কন্ডাক্টর রজনীকান্ত আজ সুপারস্টার হল কিভাবে? উত্তর হল প্যাশন আর ইচ্ছাশক্তি। রাণু মন্ডলের ইন্টারভিউ দেখলাম, তাঁকে জিজ্ঞেস করা হয়েছে “অতীন্দ্র ছেলেটার জন্যেই তো এত নামডাক পেলেন।” অতীন্দ্র মানে সেই ছেলেটা যে রাণুদিকে ফেসবুকে ভাইরাল করেছে। তাতে রাণুদি রীতিমত চোখ পাকিয়ে বললেন, “না ও কিচ্ছু করেনি আমার জন্য। ওর জন্য এত নামডাক পাইনি। ভগবান করেছে। ওই ছেলেটা ভগবানের চাকর।” অথচ ছেলেটা এখনও খেটে চলেছে রাণুদির জন্য। রজনীকান্তের ইন্টারভিউ দেখো। প্রথম জীবনে স্ট্রাগল করার সময় যারা তাঁকে হেল্প করেছিল, তাদের অবদান এখনও ভোলেন নি। পার্থক্য এখানেই। ভগবান পাখিকে ডানা দেন ঠিকই, কিন্তু বেশী ওপরে উড়তে গেলে অনেকসময় বজ্রপাতে ডানা ঝলসে যায়। তাই হিসেব কষে ওড়া উচিৎ।

৬। অতীন্দ্র নামের ছেলেটা ভীষণ ভালো কাজ করেছে, একজন গরীবকে রাস্তা থেকে তুলে রাজসিংহাসনে বসিয়েছে। কিন্তু এবার তার সরে এসে ভগবানের নামগান করা উচিৎ। কেননা সে ভগবানের চাকর, রাণুদির তো নয়। রাণুদির জন্য না হয় ভগবান আরেকজন চাকর পাঠিয়ে দেবেন। শুনলাম অতীন্দ্র ছেলেটাও খুব কষ্ট পেয়েছে ইন্টারভিউ দেখে। আসলে মানুষের ভালো করা উচিৎ, কিন্তু তাদেরই করা উচিৎ যারা সেটা ডিসার্ভ করে… সব কিছুরই লিমিট থাকা ভালো, উপকারেরও…

spot_img

Related articles

জলপথে যাতায়াতে গতি আনতে নতুন উদ্যোগ রাজ্যের, হুগলির বুকে আধুনিক যাত্রী টার্মিনাল

শহর ও শহরতলির রাস্তায় ক্রমবর্ধমান যানজটের চাপ কমাতে এবং অভ্যন্তরীণ জলপথ পরিবহণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে হুগলি নদীর...

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে পুলিশের চোখে ‘AI’ সানগ্লাস!

আগামী সোমবার সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে কুচকাওয়াজ চলাকালীন দর্শকদের উপর নজর রাখতে এবার দিল্লি পুলিশের চোখে থাকবে ‘AI’ সানগ্লাস।...

কেমন যাবে আপনার আজকের দিনটি

মেষ: গৃহে শুভকর্মের আয়োজনের যোগ। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। সাহিত্যচর্চায় আগ্রহ বাড়বে এবং মানসিক তৃপ্তি লাভ...

আজ দলের নেতা-কর্মীদের নিয়ে অভিষেকের মেগা ভার্চুয়াল বৈঠক

আজ লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।ভোটমুখী রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছুটে বাড়াচ্ছেন...