“দিদিকে বলো” মেগাহিট, দেখুন পরিসংখ্যান কী বলছে

“দিদিকে বলো” কর্মসূচি একমাসেই মেগাহিট। পরিসংখ্যান বলছে, জনসংযোগের এই পরিকল্পনা কাজে লেগেছে। “দিদি” নিজেই জানিয়েছেন 10 লাখ মানুষের যোগাযোগের কথা।তিনি মানুষকে ধন্যবাদ দিয়েছেন।

দেখা যাচ্ছে, দলের 500 নেতা 1022 গ্রামে রাত কাটিয়েছেন। সামনাসামনি তাঁদের 214 জন সমস্যা বলার পর 161 জনের সমস্যা মেটানো হয়েছে। 9137091370 নম্বরে ফোন করেছেন 8,00,635 জন। ওয়েবসাইটে এসেছেন 1,99,715 জন। এর মধ্যে 42% অভিযোগ, 32% পরামর্শ, 22% প্রশংসসাসূচক।

প্রসঙ্গত, মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলছে এই অভিযান। প্রথম মাসের পরিসংখ্যানটাই চমকে দেওয়ার মত। নীরবে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ চলছে। সমস্যা সমাধানের প্রক্রিয়াও চলছে। জবাবি ফোনও যাচ্ছে বহু ক্ষেত্রেই।

Previous articleখাগড়াগড় বিস্ফোরণ মামলায় 19 জঙ্গির সাজা ঘোষণার অপেক্ষা
Next articleব্রেকফার্স্ট নিউজ