খাগড়াগড় বিস্ফোরণ মামলায় 19 জঙ্গির সাজা ঘোষণার অপেক্ষা

আজ, শুক্রবার কড়া পুলিশি প্রহরায় খাগড়াগড় বিস্ফোরণ মামলায় সাজা ঘোষিত হবে। গত বুধবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল এই মামলায় দুই মহিলা-সহ 19 জন জঙ্গিকে দোষী সাব্যস্ত করেন। এদিন তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত।

গত সপ্তাহে এই মামলার বিচার প্রক্রিয়া চলার সময় ওই 19 জন তাদের আইনজীবী মারফৎ দরখাস্ত করে বিচারকের কাছে অপরাধের কথা স্বীকার করে। ওই দরখাস্ত জমা পড়ার পরই বিচারক অভিযুক্তদের আইনজীবী এবং এনআইএ’র সরকারি আইনজীবীর বক্তব্য জানতে চান। উভয়পক্ষের বক্তব্য শোনার পরই আদালত 19 জনের অপরাধ স্বীকারের আবেদন মঞ্জুর করে।

আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতা নগর দায়রা আদালতের নিরাপত্তা বাড়ানোর সঙ্গে সঙ্গে মুখ্য বিচারকের এজলাসের বাইরেও পুলিশি বন্দোবস্ত জোরদার করা হচ্ছে। জানা গিয়েছে, জেল থেকে ওই 19 জন জঙ্গিকে কমান্ডো প্রহরায় আদালতে আনা হবে।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next article“দিদিকে বলো” মেগাহিট, দেখুন পরিসংখ্যান কী বলছে