দিলীপ ঘোষকে হেনস্থার চেষ্টা, রাজ্যজুড়ে প্রতিবাদ বিজেপির

লেক টাউনে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হেনস্থার চেষ্টার প্রতিবাদে রাজ্যজুড়ে মিছিল করবে বিজেপি। শুক্রবার দুপুর 3টে থেকে বিজেপির 38টি সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হবে।

কলকাতায় 6, মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতর থেকে বেলা সাড়ে 3টের সময় প্রতিবাদ মিছিল করা হবে।

উল্লেখ্য, শুক্রবার সকাল 7টা নাগাদ লেক টাউনে চা চক্র শিরোনামে দলের জনসংযোগ কর্মসূচিতে গেলে দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। তাঁকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়।\

আরও পড়ুন – চায়ের আড্ডায় গিয়ে সাতসকালে আক্রান্ত দিলীপ, গো ব্যাক স্লোগান!