Wednesday, August 27, 2025

সরকারি দফতরে বসে টাকা নিয়েছেন একমাত্র শোভনই, অন্যদের চেয়ে তাঁর বিপদই বেশি

Date:

ম্যাথু স্যামুয়েলের করা নারদ স্টিং অপারেশনে যে বারোজনকে টাকা নিতে দেখা গিয়েছিল তার মধ্যে সরকারি দফতরে বসে টাকা নিয়েছিলেন একমাত্র শোভন চট্টোপাধ্যায়ই। বাকিরা নিজেদের বাড়ি বা অফিস বা পার্টি কার্যালয়ে বসে টাকা নিয়েছেন। সেদিক থেকে দেখলে তৎকালীন মেয়র, মন্ত্রী ও তৃণমূলের একদম সামনের সারিতে থাকা শোভনের কৃতিত্ত্বের কাছে বাকিরা ম্লান। একে তো ঘুষ নেওয়া অপরাধ, তার উপর সরকারি পদাধিকারী হিসাবে সরকারি দফতরে বসে টাকা নেওয়া আরও বড় অপরাধ। সেটা জানেন বলেই তো কলকাতার প্রাক্তন মেয়রকে টাকা নিয়েই তড়িঘড়ি তোয়ালে মুড়ে লুকিয়ে ফেলতে হয়েছিল। নারদকান্ড প্রকাশ্যে আসতেই শোভন বলেছিলেন, এটা বড় ধরনের এক ঘৃণ্য ষড়যন্ত্র। সিবিআই-ইডি তদন্তভার নেওয়ার পর থেকে বলছেন বিচারাধীন বিষয়, তাই কিছু বলব না। কিন্তু কখনও কোথাও একবারের জন্যও বলেননি আমি টাকা নিইনি এবং আমি সরকারি দফতরে বসে কোনও টাকা নিইনি। অর্থাৎ ষড়যন্ত্র, বিচারাধীন বিষয় এসব যুক্তি খাড়া করলেও শোভনবাবু মানছেন তিনি টাকা নিয়েছেন এবং তা কলকাতা পুরসভায় মেয়রের চেয়ারে বসেই। এবার সেটা স্বেচ্ছায় নিয়েছেন না লোভে পড়ে নিয়েছেন না বিশেষ প্রয়োজনে নিতে বাধ্য হয়েছেন নাকি কারুর নির্দেশে নিয়েছেন তা তো তদন্তের বিচার্য!

আরও পড়ুন – শোভন, মুকুলের সৌজন্যেই আজ নারদের কাদা বিজেপির গায়ে, তবু যে প্রশ্নগুলো উঠবেই

নারদে অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে। হঠাৎ করে বিজেপির আদর্শের টানে এবং বিজেপির সংগঠনে নতুন রক্ত সঞ্চালনের তাগিদ থেকে তিনি গেরুয়া শিবিরে এসেছেন এটা তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী ছাড়া আর কেউ বলবেও না, বিশ্বাসও করবে না। তাহলে শোভনবাবু শুধু কি তৃণমূলকে টাইট দিয়ে নিজের এলেম দেখাতে বিজেপিতে এলেন নাকি ঘুষের তদন্ত থেকে বাঁচতে, তা এখনও স্পষ্ট নয়। আমাদের দেশে কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূমিকা নিয়ে ইদানিং যেমন বারবার প্রশ্ন উঠছে, তেমনি দুর্নীতি ইস্যুকে বিজেপি রাজনীতির স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ আছে। নারদ তদন্ত এই দুই সংশয়েরই নিরসন ঘটাতে পারে। বিজেপিতে আসার পর শোভন যদি ছাড় পান, তাহলে তো ছাড় দিতে হয় সব অভিযুক্তকেই। কিন্তু শোভনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তাতে সঠিক ও নিরপেক্ষ তদন্ত হলে সম্ভবত সবচেয়ে বড় বিপদ তাঁরই হওয়ার কথা।

আরও পড়ুন – বৈঠকে গরহাজির থাকা শোভন-সহ 16 জনকে শো-কজ করছে রাজ্য বিজেপি

Related articles

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...
Exit mobile version