বীরভূম: ফের একবার খবরের শিরোনামে নানুর। গতকাল,বৃহস্পতিবার রাতে নানুরের যজ্ঞ নগর গ্রামের বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি হয়। পাশাপাশি বাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। বোমা ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আক্রান্তদের দাবি, “আমাদের স্বাস্থ্য সাথীর কার্ড দেওয়া হবে না বলেই এমন আক্রমণ আমাদের ওপর।”

যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, “স্বাস্থ্য সাথী কার্ডের জন্য যাদের নাম এসেছে তাদের দেওয়া হয়েছে। আর যারা বোমাবাজি করেছে তারা নিজেদেরই লোক। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই বোমাবাজি, আর তার দায়ভার তৃণমূলের ওপর চাপাতে চাইছে।” ঘটনার পর রাতেই এলাকায় পৌঁছায় নানুর থানার পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে আটক করা হয়েছে দুইজনকে।\

আরুও পড়ুন – ফের হাসপাতালে আগুন, এবার কোথায় জানেন?
