নির্মীয়মাণ বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল শ্রমিকের। এদিন সকালে ঘটনাটি ঘটে কাটোয়ার 11 ওয়ার্ডের ঘোষেশ্বর তলা পালপাড়ায়। মৃতের নাম বিকাশ হাজরা (32)। অভিযোগ, পুকুর ভরাট করে বেআইনিভাবে বাড়িটি তৈরি করা হচ্ছে। ভিত পোক্ত না হওয়ায় দেওয়াল ধসে গিয়েছে।
IPAC-এর নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে, "সব করে দেব"। কেউ যদি বলেন IPAC থেকে আসছি, 8142681426- নম্বরে ভেরিফাই করবেন। শনিবার, দলের মেগা ভার্চুয়াল...