নির্মীয়মাণ বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল শ্রমিকের। এদিন সকালে ঘটনাটি ঘটে কাটোয়ার 11 ওয়ার্ডের ঘোষেশ্বর তলা পালপাড়ায়। মৃতের নাম বিকাশ হাজরা (32)। অভিযোগ, পুকুর ভরাট করে বেআইনিভাবে বাড়িটি তৈরি করা হচ্ছে। ভিত পোক্ত না হওয়ায় দেওয়াল ধসে গিয়েছে।
অমৃতসরের খাণ্ডওয়ালায় একটি মন্দিরে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছে। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বাইকে করে দুই যুবক...