খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সাজা ঘোষণা করল কলকাতার নগর ও দায়রা আদালত। দোষী সাব্যস্ত গুলসনরা বিবি, আলিমা বিবির 6 বছরের কারাবাস। রেজাউল করিম, আবদুল হাকিমের 8 বছরের কারাবাস।

আপরাধমূলক ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়েছে শেখ রহমতউল্লা। তাকেও 10 বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে, সউদুল ইসলাম ও মহঃ রুমেলকেও 10 বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।
