Thursday, August 28, 2025

সরকারি দফতরে বসে টাকা নিয়েছেন একমাত্র শোভনই, অন্যদের চেয়ে তাঁর বিপদই বেশি

Date:

ম্যাথু স্যামুয়েলের করা নারদ স্টিং অপারেশনে যে বারোজনকে টাকা নিতে দেখা গিয়েছিল তার মধ্যে সরকারি দফতরে বসে টাকা নিয়েছিলেন একমাত্র শোভন চট্টোপাধ্যায়ই। বাকিরা নিজেদের বাড়ি বা অফিস বা পার্টি কার্যালয়ে বসে টাকা নিয়েছেন। সেদিক থেকে দেখলে তৎকালীন মেয়র, মন্ত্রী ও তৃণমূলের একদম সামনের সারিতে থাকা শোভনের কৃতিত্ত্বের কাছে বাকিরা ম্লান। একে তো ঘুষ নেওয়া অপরাধ, তার উপর সরকারি পদাধিকারী হিসাবে সরকারি দফতরে বসে টাকা নেওয়া আরও বড় অপরাধ। সেটা জানেন বলেই তো কলকাতার প্রাক্তন মেয়রকে টাকা নিয়েই তড়িঘড়ি তোয়ালে মুড়ে লুকিয়ে ফেলতে হয়েছিল। নারদকান্ড প্রকাশ্যে আসতেই শোভন বলেছিলেন, এটা বড় ধরনের এক ঘৃণ্য ষড়যন্ত্র। সিবিআই-ইডি তদন্তভার নেওয়ার পর থেকে বলছেন বিচারাধীন বিষয়, তাই কিছু বলব না। কিন্তু কখনও কোথাও একবারের জন্যও বলেননি আমি টাকা নিইনি এবং আমি সরকারি দফতরে বসে কোনও টাকা নিইনি। অর্থাৎ ষড়যন্ত্র, বিচারাধীন বিষয় এসব যুক্তি খাড়া করলেও শোভনবাবু মানছেন তিনি টাকা নিয়েছেন এবং তা কলকাতা পুরসভায় মেয়রের চেয়ারে বসেই। এবার সেটা স্বেচ্ছায় নিয়েছেন না লোভে পড়ে নিয়েছেন না বিশেষ প্রয়োজনে নিতে বাধ্য হয়েছেন নাকি কারুর নির্দেশে নিয়েছেন তা তো তদন্তের বিচার্য!

আরও পড়ুন – শোভন, মুকুলের সৌজন্যেই আজ নারদের কাদা বিজেপির গায়ে, তবু যে প্রশ্নগুলো উঠবেই

নারদে অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে। হঠাৎ করে বিজেপির আদর্শের টানে এবং বিজেপির সংগঠনে নতুন রক্ত সঞ্চালনের তাগিদ থেকে তিনি গেরুয়া শিবিরে এসেছেন এটা তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী ছাড়া আর কেউ বলবেও না, বিশ্বাসও করবে না। তাহলে শোভনবাবু শুধু কি তৃণমূলকে টাইট দিয়ে নিজের এলেম দেখাতে বিজেপিতে এলেন নাকি ঘুষের তদন্ত থেকে বাঁচতে, তা এখনও স্পষ্ট নয়। আমাদের দেশে কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূমিকা নিয়ে ইদানিং যেমন বারবার প্রশ্ন উঠছে, তেমনি দুর্নীতি ইস্যুকে বিজেপি রাজনীতির স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ আছে। নারদ তদন্ত এই দুই সংশয়েরই নিরসন ঘটাতে পারে। বিজেপিতে আসার পর শোভন যদি ছাড় পান, তাহলে তো ছাড় দিতে হয় সব অভিযুক্তকেই। কিন্তু শোভনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তাতে সঠিক ও নিরপেক্ষ তদন্ত হলে সম্ভবত সবচেয়ে বড় বিপদ তাঁরই হওয়ার কথা।

আরও পড়ুন – বৈঠকে গরহাজির থাকা শোভন-সহ 16 জনকে শো-কজ করছে রাজ্য বিজেপি

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version