Saturday, November 15, 2025

আমাজনের ঘন জঙ্গলে দাবানল-এর প্রতিবাদে কলকাতায় ব্রাজিল কনস্যুলেটের সামনে প্রতিবাদ

Date:

দক্ষিণ আমেরিকা মহাদেশের ন’টি দেশজুড়ে সত্তর লক্ষ বর্গকিলোমিটারের ঘন বন আমাজন নদীর অববাহিকায়। যার অর্ধেকই রেন ফরেস্ট। আমাজন নদীর অববাহিকায় বলে বনের নাম আমাজন হয়েছে। আমাজনে 40,000 প্রজাতির তিন হাজার নয়শো কোটি গাছ রয়েছে। তথ্য অনুযায়ী, যারা নাকি পৃথিবীর স্থলভাগের কুড়ি শতাংশ অক্সিজেন প্রদান করে। তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। যদিও আর এক দলের মত, আমাজনের ঘন বন থেকে পাওয়া অক্সিজেন আমাজনেরই মাটিতে গাছের পচা পাতা ইত্যাদিতে থাকা মাইক্রোবস এবং অন্যান্যরা শুষে শেষ করে দেয়। তাই এখানকার অক্সিজেন বড় একটা পৃথিবীর অন্য ভাগের কাজে লাগে না। আমাজনের ঘন বনের ষাট শতাংশই ব্রাজিলে পড়েছে। এখানে 40,000 জাতের গাছকে ঘিরে তেরোশো প্রজাতির পাখি, তিন হাজার দু’শো প্রজাতির মাছ, চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী, তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ, চারশো আটাশ প্রজাতির উভচর এবং পঁচিশ লক্ষ পোকামাকড় রয়েছে। 1960 সালের আগে এই বনে প্রবেশ নিষিদ্ধ ছিল। তারপর ক্রমে ক্রমে বসতি স্থাপন করার জন্য অবাধে বৃক্ষ নিধনের ফলে বনভূমি হ্রাস পেতে থাকে। প্রতিবছরই বেশ কয়েকবার আমাজনের জঙ্গলে দাবানলের ফলে বহু গাছ নষ্ট হয়। তার প্রভাব পড়ে পরিবেশের অন্যান্য প্রাণীকুলের উপরেও। বিশেষত মে-জুন-জুলাই মাসগুলিতে দাবানলের সংখ্যা বেশি হয়ে থাকে। এবারেও দীর্ঘদিন ধরে দাবানলের গ্রাসে বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমদিকে ব্রাজিল সরকার ততটা গাত্রোত্থান না করলেও কয়েকদিনের মধ্যেই পৃথিবীর অন্যান্য দেশের চাপে জরুরী ভিত্তিতে সামরিক বাহিনীর বিমান ব্যবহার করে অগ্নি নির্বাপনের কাজ শুরু করেছে। পরিস্থিতির জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট বেশ কিছু এনজিওর দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। যদিও বিষয়টি প্রমাণসাপেক্ষ। কলকাতাতেও আমাজনের বনাঞ্চল রক্ষা করার জন্য প্রতিদিন কোনও না কোনও সংস্থা পদযাত্রা, বিক্ষোভ কর্মসূচি , স্মারকলিপি প্রদান করে প্রতিবাদ জানাচ্ছেন। তেমনই একটি পরিবেশপ্রেমী সংস্থা দিবাকর মেমোরিয়াল এক্সপ্লোরার্স ফাউন্ডেশন । যারা দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কয়েক বছর ধরে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সাইকেল চালিয়ে প্রচার অভিযান চালিয়ে আসছে। আমাজনের অগ্নিকান্ড নিয়ে শুক্রবার সকালে কলকাতার ব্রাজিল কনস‍্যুলেটের সামনে “সেভ আমাজন, সেভ লাইফ, সেভ আওয়ার ওয়ার্ল্ড” শিরোনামে বিক্ষোভ দেখায় এবং পরে স্মারকলিপি পেশ করে।

Related articles

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...
Exit mobile version