Wednesday, November 12, 2025

পলিটিক্যাল টুরিজিম: দিলীপ- দেবশ্রী যোগাযোগ নিয়ে কটাক্ষ শোভনের!

Date:

নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতর থেকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বাড়ি, সর্বত্র অভিনেত্রী তথা এখনও খাতায়-কলমে তৃণমূলের রায়দীঘির দু’বারের বিধায়ক দেবশ্রী রায়ের উপস্থিতিকে কটাক্ষ করলেন তাঁর প্রাক্তন বন্ধু তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র তথা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ তিনি বললেন, দেবশ্রী রায় ‘পলিটিক্যাল টুরিজিম’ করছেন৷

উল্লেখ্য, এরাজ্যে বিজেপির পর্যবেক্ষক অরবিন্দ মেনন-সহ দুই নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাসভবনে যান। সেখানে তাঁরা বেশ কিছুক্ষণ বৈঠক করেন। আবার ঠিক একই সময়ে সল্টলেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হঠাৎ হাজির হন দেবশ্রী রায়। মোটামুটি যা সিদ্ধান্ত, তাতে দেবশ্রী রায়কে দলে নিতে আপত্তি নেই দিলীপবাবুদের।

রাজ্য বিজেপি সভাপতির সাফ কথা, অনেকেই অন্য দল থেকে বিজেপিতে আসছেন, সেক্ষেত্রে দেবশ্রী রায় এলে সমস্যা কোথায়? আর কাকে দলে নেওয়া হবে, না নেওয়া হবে সেটা পার্টি ঠিক করবে। কোনও ব্যক্তিগত মতামত এখানে শিরোধার্য হবে না।

এদিকে, দিলীপ ঘোষের বাড়িতে দেবশ্রী রায়ের যাওয়া নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘দেবশ্রী রায়কে নিয়ে আপত্তির কথা গত 14 তারিখই যথাস্থানে জানিয়ে দিয়েছিলাম৷ দিলীপ ঘোষের বাড়িতে কেন গিয়েছিলেন সেটা তিনিই ব্যাখা করতে পারবেন৷ পলিটিক্যাল টুরিজিম যদি কেউ করে সেটা নিজের ইচ্ছেতেই করছে৷ কেন ঘুরে বেড়াচ্ছেন, সেটা উনি ভাল বলতে পারবেন৷’

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version