এ বছর থেকেই বন্ধ হয়ে গেল কাপুর পরিবারের ঐতিহ্যশালী গণেশপুজো

এ বছর থেকেই পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেল কাপুর পরিবারের ঐতিহ্যশালী গণেশপুজো। রাজ কাপুর প্রতিষ্ঠিত আরকে স্টুডিওতে প্রায় 70 বছর ধরে হোলি, গণেশ পুজো ইত্যাদি অনুষ্ঠানের রাজকীয় আয়োজন হয়ে আসছিল। কিন্তু, মাস কয়েক আগেই এক রিয়েল এস্টেট সংস্থার কাছে সেই স্টুডিয়ো বিক্রি করে দেন কাপুর পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছিল,যথাযথ রক্ষণাবেক্ষণ করার জন্য টাকার অভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

রাজ কাপুরের ছেলে রণধীর কপূর বলেন, “আরকে স্টুডিয়ওই নেই, আর গণেশ পুজো করে কী করব? কোথায়ই বা করব? বাবা 70 বছর আগে ওই পুজো চালু করেছিলেন। কিন্তু এখন ওই অনুষ্ঠানকে চালু রাখার মতো জায়গা নেই আমাদের।

Previous articleআমাজনের ঘন জঙ্গলে দাবানল-এর প্রতিবাদে কলকাতায় ব্রাজিল কনস্যুলেটের সামনে প্রতিবাদ
Next articleমোদির নাম মুখে আনতেই বিদ্যুৎস্পৃষ্ট পাক রেলমন্ত্রী!