দেবশ্রী রায়কে যে বিজেপি নিচ্ছে, তা একরকম স্পষ্ট। দিলীপ ঘোষও জানিয়ে দিয়েছেন কারুর আপত্তি শোনা হবে না। প্রশ্ন হল দেবশ্রী বিজেপিতে গেলে কী করবেন শোভন আর শোভনের সখী? দিল্লির পার্টি অফিসে দেবশ্রীর যোগদান তাঁরা আটকেছিলেন। এখন কী হবে? নাকি শোভনের কথা মেনে দেবশ্রীর জন্য একটু সময় নেবে বিজেপি? সূত্রের খবর, দেবশ্রী বিজেপিতে এলে শোভনের মুখ পুড়বে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তখন তাঁর কী করার থাকবে? হজম করে নিতে হবে। অথবা রাগ দেখিয়ে বিজেপি ছাড়তে হবে। এদিকে বিজেপির একটা বড় অংশ দেবশ্রীকে নেওয়ার পক্ষে।
