চক্ষুদানে মানুষের আগ্রহ বাড়াতে অভিনব প্রচার বসিরহাটে

নজরকাড়া ফ্লেক্স ! এত চমৎকার এবং ট্রেণ্ডি বক্তব্য আগে দেখা গিয়েছে কিনা সন্দেহ।

“মৃত্যুর পরেও যদি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মেসেজ পড়তে চান, তাহলে চোখ দান করুন” ৷

চক্ষুদানে মানুষের আগ্রহ বাড়াতে এমনই অভিনব প্রচার বসিরহাটের সেবায়ন চক্ষুদান কেন্দ্রের ৷
শিবায়ন চক্ষুদান কেন্দ্রের সদস্যদের বক্তব্য, সারা দেশে বাংলা চক্ষুদান অনেকটাই পিছিয়ে ৷ 25 বছর আগে সেবায়ন চক্ষুদান কেন্দ্র তাদের কর্মযজ্ঞ শুরু করেন ৷ আজ 25 বছর পরেও মানুষের মধ্যে চোখদান করার আগ্রহটা যথেষ্টই কম ৷ আর তাই মানুষকে আগ্রহ বাড়াতে এই অভিনব প্রচারের সাহায্য নিয়েছেন তারা।

Previous articleদেবশ্রীর যোগদান নিয়ে কারও আপত্তি মানা হবে না, সাফ কথা দিলীপ ঘোষের
Next articleব্যাঙ্ক সংযুক্তি: প্রতিবাদে আজ বিক্ষোভ দেখাবেন ব্যাঙ্ককর্মীরা