দলের নিয়ম সবাইকে মানতে হবে, এবার শোভন-বৈশাখীকে কটাক্ষ লকেটের

আমাদের দলে একটা নিয়মশৃঙ্খলা আছে। তা সবাইকেই মেনে চলতে হয়। বিজেপিতে যোগদানের পর শোভন-বৈশাখীর নানা মন্তব্য ও আচরণকে কটাক্ষ করে এই মন্তব্য করলেন হুগলির বিজেপি সাংসদ ও মহিলা মোর্চার প্রধান লকেট চট্টোপাধ্যায়। প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবীর নাম না করে লকেট বলেন, বিজেপিতে যারাই আসে তাদেরই দলের নিয়ম, নীতি, আদর্শ মেনে চলতে হয়। আমিও যখন নতুন এসেছিলাম চারবছর আগে, আমিও দলের নিয়ম মেনেই চলেছি। বিজেপিতে থাকতে হলে যারা বিজেপির নিয়ম-নীতি মেনে থাকতে পারবেন তারাই থাকবেন। লকেটের কথায়, কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে বলেন, যা স্ট্র্যাটেজি ঠিক করেন এখানে সেইভাবেই চলা হয়।