অর্জুন সিং আক্রান্ত, সোমবার 12 ঘন্টার ব্যারাকপুর বনধের ডাক বিজেপি’র

সাংসদ অর্জুন সিং-এর উপর হামলার প্রতিবাদে সোমবার ব্যারাকপুর লোকসভা এলাকায় বনধের ডাক দিল বিজেপি। দলের জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্র জানিয়েছেন, সোমবার সকাল 6টা থেকে 12 ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া
লেকটাউন এবং বর্ধমানে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা, বনগাঁ উত্তরের বিজেপি- বিধায়ক বিশ্বজিৎ দাসের উপর হামলা এবং রবিবার অর্জুন সিং-এর উপর হামলা,এই 3 ইস্যুতে সোমবার রাজ্যের জেলাগুলিতে এসপি অফিস ঘেরাওয়ের ডাক আগেই দিয়েছিল বিজেপি। কিন্তু অর্জুন সিং-এর ঘটনার প্রেক্ষিতে সরাসরি বনধের ডাক দিলো গেরুয়া-শিবির তৃণমূলের জেলা নেতৃত্ব অবশ্য এই বনধের বিরোধিতা করেছে।