Sunday, December 14, 2025

মাল-এর সম্মেলনে কাশ্মীর ইস্যুতে তীব্র বাদানুবাদ ভারত-পাক প্রতিনিধির

Date:

Share post:

মালদ্বীপের রাজধানী মালেতে দক্ষিণ এশিয়ার স্পিকারদের নিয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে কাশ্মীর নিয়ে উত্তপ্ত বাদানুবাদে জড়াল ভারত ও পাকিস্তান। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং পাকিস্তানের দুই প্রতিনিধি কাশ্মীর নিয়ে তীব্র বিতর্ক জড়ালেন । সম্মেলনে প্রথম পাক প্রতিনিধিরাই কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন। ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, ভারত অধিকৃত কাশ্মিরে রীতিমতো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যা দেখে চুপ করে থাকা যায় না। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানান ভারতের প্রতিনিধি। তিনি বলেন, এই সম্মেলন এই বিষয়ে আলোচনার জায়গা নয় । দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলনে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আলোচনা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে কাশ্মীর প্রসঙ্গ তুলে পুরো বিষয়টিকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা হচ্ছে, তাই অবিলম্বে পাক প্রতিনিধির এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান তিনি।

তার সাফ কথা, আসলে পাকিস্তানি চায় কাশ্মীরে অস্থিরতা বজায় রাখতে। সেই কারণেই উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে সরাসরি মদত দিচ্ছে পাক প্রশাসন। পাক সেনেটর কুরাত আল আন মারি বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে এই সম্মেলনে আলোচনা হচ্ছে ঠিকই। কিন্তু যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় সেখানে উন্নয়ন হবে কিভাবে ? আর সেই প্রসঙ্গ উত্থাপন করা মোটেই অন্যায় নয়।

spot_img

Related articles

অকারণে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে আক্রমণ কারা করছে? কেন করছে?

যুবভারতীতে মেসিকে নিয়ে যে দুর্ভাগ্যজনক বিশৃঙ্খলা, তার জন্য বিরোধীরা-সহ কিছু মহল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) টার্গেট করে...

বছরের শুরুতেই বাঘশুমারি, শতাধিক ট্র্যাপক্যামেরা উত্তরের জঙ্গলে

২০২৬ সালের শুরুতেই উত্তরবঙ্গে(North Bengal) শুরু হতে চলেছে বাঘশুমারি (Tiger Census)। আগামী জানুয়ারির শেষ সপ্তাহ থেকে গরুমারা বন্যপ্রাণী...

সাতসকালে জাতীয় সড়কে পর পর ধাক্কা একাধিক যাত্রিবাহী বাসের

শীতের সকাল আর তার মধ্যে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা ছিল অনেকটাই কম। আর তার ফলেই বিপত্তি। রবিবার সকালে...

মুম্বইয়ে ফের মেসি – শাহরুখ! ফুটবল কিংবদন্তীর মায়ানগরী সফরে বলিউডের সঙ্গে সচিন-রোহিত-ধোনি 

G.O.A.T ইন্ডিয়া ট্যুরে রবিবাসরীয় দুপুরেই মুম্বইয়ে উপস্থিত হবেন লিওনেল মেসি (Lionel Messi)। শনিতে তেলেঙ্গানার স্টেডিয়ামে বাঁ পায়ের জাদু...