বিশ্বভারতীতে অবস্থান বিক্ষোভ কর্মীদের

সপ্তম-পে কমিশন অনুযায়ী বেতন না মেলায় অবস্থানে বসলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। পাশাপাশি, তাঁদের হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ। দাবি না মানা পর্যন্ত উপাচার্যের দফতরের সামনে কর্মীদের অবস্থান চলবে বলে জানানো হয়েছে।

বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, পে কমিশনের বিষয়ে টিম গঠন করা হয়েছে। ইউজিসিকেও জানানো হয়েছে। তারা টাকা দিলেই কর্মীদের নতুন হারে বেতন কার্যকর করা হবে। যদিও হেনস্তার বিষয়টি অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন-চায়ের দোকানে ঢুকে গেল লরি, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 5