বীরভূম : বীরভূমের রাজনগর বড়বাজারের বাসিন্দা সুধীর কুমার দে(92) নিজের লাইসেন্সড রিভলভার দিয়ে গলায় গুলি করে আত্মঘাতী হলেন।
সুধীরবাবু ছেলে সোমনাথবাবু জানান, ‘বাবা আত্মহত্যা করেছে কিনা তা আমি জানি না। গুলি চালানোর কোনো শব্দও পায়নি। রবিবার রাত 11 টা নাগাদ দেখি বন্দুক হাতে রক্তাক্ত অবস্থায় নিজের রুমে পরে আছে বাবা। গলায় গুলি করার পর গুলি বেরিয়ে গিয়েছে মাথা ফুটে | রাজনগর থানায় ফোন করলে পুলিশ এসে রিভলবারটি নিয়ে যায়’ | আত্মহত্যা না অন্য কিছু- ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-বিধাননগরের বাসিন্দাদের মুখোমুখি মেয়র কৃষ্ণা চক্রবর্তী
