ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জের, বৌবাজারে ভেঙে পড়লো 4টি বাড়ি

রবিবার গভীর রাতে বৌবাজারের দুর্গা পিতুরি লেন ও সেকরাপাড়া লেনের বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়তে শুরু করে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরেই এই বিপর্যয়।

রবিবার রাত পর্যন্ত 18টি বাড়ি থেকে আতঙ্কিত 284 জন বাসিন্দাকে বিভিন্ন হোটেলে সরিয়ে দিতে হয়েছে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরো ধসেছে চারটি বাড়ি। ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত আরও অন্তত 14টি। ঘটনাস্থলেই খোলা হয়েছে স্পেশ্যাল কন্ট্রোল রুম (নম্বর: 9432610472)। মঙ্গলবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বিধাননগরের বাসিন্দাদের মুখোমুখি মেয়র কৃষ্ণা চক্রবর্তী