অবশেষে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ‘ল্যান্ডার’ ও ‘রোভার’। সোমবার ভারতীয় সময় ঠিক 1:15 মিনিটে চাঁদের পঞ্চম কক্ষপথে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’। এরপর গতি কমিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে চন্দ্রপৃষ্টের দিকে। শুক্রবার রাতে চাঁদের মাটি ছোঁবে ল্যান্ডার ‘বিক্রম’।

প্রসঙ্গত, এর আগে চন্দ্রযান-1 চাঁদের মাটি থেকে প্রায় 200 কিমি দূরত্বের এক কক্ষপথে প্রবেশ করেছিল 2008 সালে। সেটাই ছিল চাঁদের সবথেকে কাছে যাওয়া ভারতের প্রথম পদক্ষেপ। তবে এবার সেটাকেও টপকাতে চলে ইসরো। গত 28 আগস্ট অবশ্য চন্দ্রযান-1’কে টপকে গিয়েছে চন্দ্রযান-2।

আরও পড়ুন-সোমবার চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার ও রোভার
