অবশেষে কুলভূষণের সঙ্গে দেখা হলো ভারতীয় কূটনীতিকের

পাকিস্তানে ‘ভারতের চর’ অভিযোগে বন্দি প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের সঙ্গে অবশেষে দেখা করতে পারলেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া৷ বিশ্ব আদালতের নির্দেশ দেওয়ার পরেও নানা অজুহাতে কুলভূষণ যাদবকে “কনসুলার অ্যাক্সেস”-এর সুযোগ দিচ্ছিলো না ইসলামাবাদ৷ অবশেষে পাকিস্তানে বন্দি প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করলেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার। সোমবার কুলভূষণের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন গৌরব আলুওয়ালিয়া৷ ভারতের চরবৃত্তি করার অপরাধে কুলভূষণকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত৷ পাশাপাশি কুলভূষণের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে ভারত।

আরও পড়ুন-কুলভূষণের সঙ্গে দেখা করার অনুমতি দিল ইসলামাবাদ

 

Previous articleঅবশেষে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হল ল্যান্ডার ও রোভার
Next article“তিহার জেলে নয়, গৃহবন্দি করুন” সুপ্রিম কোর্টে আর্জি চিদাম্বরমের